জামালপুর প্রতিনিধি: জামালপুরের সদর উপজেলার ০৮নং বাশঁচড়া ইউনিয়নের গোপালপুর কলেজ রোডে সেলিনা ডেন্টাল কেয়ারের সামনে প্রতিনিয়ত ব্যবহারিত কনডম, ব্যবহারিত কনডম এর প্যাকেট সহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার অভিযোগ পাওয়া গেছে মতিউর রহমান (অবঃ বিজিবি সদস্য)’র বিরুদ্ধে।
তিনি ০৭নং ঘোড়াধাপ ইউনিয়নের নিশিন্দাপাড়া এলাকার মৃত গোলামুর রহমান এর ছেলে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ০৮নং বাশঁচড়া ইউনিয়ন এর ঝাওলা গ্রামের মৃত মাজহারুল আমীন এর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে গত ২৬ অক্টোবর মতিউর রহমানকে নরুন্দি পুলিশ ফাড়ীতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে বিচার ও দ্রুত গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় গোপালপুর বাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসীরা।
এ বিষয়ে অভিযোগের বাদী সেলিনা আক্তার সাংবাদিকদের জানান,মতিউর রহমান এলাকার লম্পট চরিত্রের মানুষ। আমাদের বাসার কাজের সময় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সিমেন্ট এবং ইট সিমেন্ট না নেওয়ার কারণে দীর্ঘদিন যাবত শত্রুতা পোষন করিতেছে। আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমার বাসার সামনে বিভিন্ন সেক্সুয়াল জিনিস পত্র যেমন-ব্যবহারিত কনডম, ব্যবহারিত কনডম এর প্যাকেট ইত্যাদি রাতের আধারে রেখে যেত। যাতে দিনের বেলা আশেপাশের লোকজন এসব দেখিয়া আমার নামে বিভিন্ন খারাপ মন্তব্য করে এবং সামাজিক ভাবে আমাকে ও আমার পরিবারের লোকজনদের মানহানি ঘটে।
গত ১৭ অক্টোবর আমি আমার বাসায় সিসি ক্যামেরা লাগাই। পরে সিসি ক্যামেরায় দেখা যায়, পূর্বের ন্যায় বিবাদী আমার বাসার সামনে বিভিন্ন সেক্সুয়াল জিনিসপত্র যেমন-ব্যবহারিত কনডম, ব্যবহারিত কনডম এর প্যাকেট রেখে গেছে অবঃ বিজিবি সদস্য মতিউর রহমান। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই।
তবে এ বিষয়ে মতিউর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান,তিনি আজ ঢেকে নিয়ে এসেছে আপনাদের। কাল আমি ঢেকে আনব এক সাথে চা খাব।
তবে নরুন্দি পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

















