জামালপুরে ডাক্তারদের অবহেলায় রোগীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ


জামালপুর প্রতিনিধি: জামালপুর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, রোগীর স্বজনদের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শহরের বকুলতলা চত্বরে প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, ব্যবসায়ী নেতা শামীম আহাম্মেদ ও সকাল বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান। অবিলম্বে রোগীর স্বজনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকসহ দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের শাস্তির দাবি করেন।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর শহরের ইকবালপুর মসজিদের দু’তলা থেকে পড়ে ৫৫ বছর বয়সী করিমন নেছা নামে এক নারী আহত হয়। স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেন। কর্তব্যরত ডাক্তারের অবহেলায় ওই নারী মারা যান। এ ঘটনায় ইন্টার্ন ডাক্তার ও রোগীর স্বজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রোগীর ৫ স্বজনের নামে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.