জামালপুরে চুল আটকে নারী কর্মীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় মেশিনে চুল আটকে শিলা আক্তার নামের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালী বাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এই কারখানায় কর্মরত ছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিল শিলা। এ সময় অসাবধানতাবশত মেশিনের ভেতরে তার মাথার চুল আটকে যায়। এতে মেশিনের ভেতর তার দেহ ঢুকে যায়। পরে শিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবির বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় কারখানাটির আইনি প্রক্রিয়া মেনে চলছিল কিনা, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.