জামালপুরে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৩ 

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা গোয়েন্দা বিভাগের পুলিশের মাদক বিরোধী এক অভিযানে ৩ জনকে গ্রেফতার ও দশ কেজি গাঁজাসহ নগদ এক লাখ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ সোমবার রাত প্রায় সাড়ে আটটার সময় গণমাধ্যমেকে জানান, জামালপুর জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে আজ সোমবার (১৬ আগস্ট) জেলা গোয়েন্দা শাখা, জামালপুরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জামালপুর  সদর থানাধীন ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ আব্দুল হালিম (৪০) পিতাঃমকুল হোসেন(মৃত) সাং-মুসলিমাবাদ ২। মোঃ পারভেজ মিয়া (২৬) পিতাঃ মোঃ আমির হোসেন সাং- মুসলিমাবাদ ৩।মোঃ শাহাবুদ্দিন পিতাঃ শফিকুল মিয়া(মৃত) সর্বথানা ও জেলা-জামালপুরদের কে গ্রেফতার করা হয়।
এছাড়াও পরে তাদের  হেফাজত হতে  ১০ (দশ) কেজি গাঁজা, নগদ ১,৩০০০০ টাকা (এক লক্ষ ত্রিশ হাজার)  এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহারের একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত জামালপুর সদর থানায় এই বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.