BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জামালপুর প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও ৭৫৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টাউ উপজেলা পরিষদ এর কমপ্লেক্সে আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে প্রণোদন বিতরণ করা হয়।উপজেলা কৃষি অফিসার মো: এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শহীদ জিন্নাত পিংকি বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহ আলম, উপসহকারী কৃষি অফিসার মাসুদুল হক,উপ সহকারী কৃষি অফিসার খায়রুল ইসলাম, উপজেলা প্রান্তিক কৃষক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ