জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কৃষকরা। আজ রবিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ইউরিয়া সার বিক্রীর মাইকিং শুনে সকালে সার কিনতে শরিফপুর বাজারে সার ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক। উপস্তিত ২০ থেকে ২৫ জন কৃষকের মাঝে প্রতিবস্তা সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রীর পর গুদাম বন্ধ করে দেয় ডিলার। এরপরই বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় অবরোধ করে। কয়েকজন কৃষক সড়কের মাঝপথে শুয়ে পড়ে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কৃষকরা অভিযোগ করেন, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখে।
জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বিটিসি নিউজকে জানান, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোন সংকট নেই, অতিরিক্ত মানুষের ভিড়ে সামান্য বিশৃঙ্খলা হলেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.