BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরের সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ

জামালপুরের সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে পৃথক উপজেলা গঠনসহ ৬ দফা দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার এলাকায় সবার আগে সানন্দবাড়ী ব্যানারে স্থানীয়রা ঐক্যবদ্ধ গণমিছিল নামে কর্মসুচির আয়োজন করে।

দুপুরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঐক্যবদ্ধ গণমিছিল শুরু হয়। মিছিলটি সানন্দবাড়ী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ-রাজীবপুর আঞ্চলিক সড়কে এসে অবস্থান নেয়। সানন্দবাড়ী বাজারের কৃষ্ণচূড়া মোড়ে অবস্থান নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

এতে স্থানীয় হাসানুর রহমান অয়ন, নাজমুল হক আকাশ, রিয়াজ হোসেন শান্ত, হৃদয়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় সানন্দবাড়ী নামে নতুন উপজেলা গঠনসহ ৬ দফা দাবী ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, আমাদেরকে যুগের পর যুগ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসাসহ রাষ্ট্রের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। সানন্দবাড়ী, তারাটিয়া, মৌলভীর চর, পাথরের চর, কাউনিয়ার চরসহ আশেপাশের এলাকা নিয়ে নতুন উপজেলা ঘোষণার দাবী জানান তারা। উপজেলা গঠন ছাড়াও অন্যান্য দাবীগুলো হলো- যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ।

দেওয়ানগঞ্জ হতে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত রেলপথ সম্প্রসারণ ও রেলস্টেশন স্থাপন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১শ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন। সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজকে সরকারিকরণ। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন।

বক্তারা সকল বঞ্চনা ও অবহেলার অবসান চেয়ে অবিলম্বে সানন্দবাড়ী উপজেলা গঠন করতে সরকারের কাছে দাবী জানান। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসুচি দেয়ার কথা জানিয়ে অবরোধ কর্মসুচি প্রত্যাহার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ