জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির সোনাহার এতে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ পাঠ করেন- মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামাল।
বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন- ইনস্টিটিউটের সুপার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, বঙ্গমাতা শেখ  মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক অধিকারের ক্যাম্পাস প্রতিনিধি এস.এম. আল ফাহাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্কাউটস কমিশনার আলহাজ কিসমত পাশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও শিল্পকলা একাডেমির পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক কর্মী আবুল মুনসুর খান দুলাল, আলহাজ আঃ সাত্তার মাস্টার, সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুর রহমান, সমাজকর্মী নাজিম উদ্দিন, মোজাম্মেল হক, তারা মিয়া, কবি দেলোয়ার হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় গতানুগতিক ও কারিগরি শিক্ষাকে বাস্তবরূপ দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.