জামনগর বাজারে অগ্নিকান্ডে সাত রং ফ্যাশন হাউস নামের একটি দোকান পুড়ে ভষ্মিভূত

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জামনগর বাজারে অগ্নিকান্ডে সাত রং ফ্যাশন হাউস নামের একটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডে দোকানের গার্মেন্ট সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়।

দোকান মালিক শাকিল আহম্মদ জানান, বেচা-কেনা শেষে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় দোকান বন্ধ করে তিনি গয়লার ঘোপ গ্রামে শ্বশুর চাঁদ আলী মোল্লার বাড়িতে বেড়াতে যান। পরে রাত দশটায় বাজার প্রহরীদের মাধ্যমে তার সাত রং ফ্যাশন হাউসে আগুন লাগার খবর পান। এরপর দোকানে ফেরার পূর্বেই দোকানের গার্মেন্ট সামগ্রীসহ সব মালামাল পুড়ে ভষ্মিভূত হয়।

পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সট সার্কিট হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারনা করেন। এ অগ্নিকান্ডে তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেনে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.