জাবির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক নুরুল আলম

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অসুস্থতাজনিত কারণে ভারপ্রাপ্ত উপাচার্য হিসিবে দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক নুরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস এবং ১৯৭৬ সালে জাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। অধ্যাপক নুরুল আলম ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে জাবিতে উপ-উপাচার্য (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়াও ইংল্যান্ড ও ইতালি থেকে উচ্চতর ডিগ্রিধারী এ শিক্ষক জাবির গাণিতিক ও পদার্থজ্ঞিান অনুষদের দুইবারের নির্বাচিত ডিন ও তিনবার জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.