জাবিতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় এক শিক্ষার্থী গ্রেপ্তার

জাবি (সাভার / ঢাকা) প্রতিনিধি: গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নিহতের ঘটনায় মাহমুদুল হক রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুল হক রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, ২০ সেপ্টেম্বর সকালে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে রায়হানসহ ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি (সাভার / ঢাকা) প্রতিনিধি মো. ফারুক হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.