জাবিতে গাঁজা সেবনকালে বহিরাগতসহ আটক ৬
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগত ছয় শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকেও আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রের (টিএসসি) ২য় তলার ছাদ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।
আটককৃত জাবি শিক্ষার্থী হলেন, ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের (প্রথম বর্ষ) আলিফ খান। আলিফ বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র। বহিরাগত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১মবর্ষের মাহফুজুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাগর ইসলাম, ফিন্যান্স বিভাগের আহসান হাবিব ও নিরব আহমেদ এবং জামালপুরের ইসলামপুর উপজেলার শাকিল আহমেদ।
তারা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিল। প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাদে একদল শিক্ষার্থী গাঁজা সেবন করছিলো।
এমন খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিফের কাছে থেকে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নেতৃত্বে ইবহিরাগতসহ এই মাদক সেবনের ঘটনা ঘটেছে, তাই কেবল আমাদের শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়েদেয়া হয়েছে। আগামীকাল তাকে আমরা কারণ দর্শানোর জন্য বলবো।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.