জাবিতে আন্তঃহল ও নবীন বিতর্ক শুরু কাল

জাবি প্রতিনিধি: ‘প্রাঙ্গণ মোর শব্দ রণণে হোক মুখর’ স্লোগানকে ধারণ করে আগামীকাল শুক্রবার (৫ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৩য় নবীন এবং ১২তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০১৯। আন্তঃহল বিতর্কে বিশ্বিবদ্যালয়ের সকল ছাত্র ও ছাত্রী হল অংশগ্রহণ করবে।

‘সম্পৃতি এবং মানুষের জন্য’ ফাউন্ডেশনের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন  (জেইউডিও) এর আয়োজনে প্রতিযোগিতায় প্রথমবারের মত নবীনদের জন্য ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাটে রয়েছে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা।

নবীন বিতর্কের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকেয়া আশা জানান, ‘মূলত নবীন শিক্ষার্থীদের ইংরেজি বিতর্কে আগ্রহী করে তোলার জন্যই প্রথমবারের মত বাংলার পাশাপাশি ইংরেজি বিতর্কের আয়োজন করা হচ্ছে, যা তাদের ভবিষ্যত কর্ম জীবনেও সহায়ক হবে।’

আগামীকাল ৫ ও ৬ জুলাই আন্তঃহল বিতক এবং ১২ ও ১৩ জুলাই নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.