জাপানে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত-৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে দেশটির কোস্ট গার্ডের বিমানের সঙ্গে আরেক যাত্রীবাহীর বিমানের সংঘর্ষ হয়েছে। এতে জাপান এয়ারলাইন্সের এক বিমানে আগুন ধরে যায়। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছে।
জাপান এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমানে থাকা ৩৭৯ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের ছবিতে দেখা যায়, রানওয়েতে চলন্ত যাত্রীবাহী বিমানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
এনএইচকে বলছে, বিমানে থাকা ৩৬৭ জন যাত্রী এবং ১২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আটজন শিশু। নিহতরা কোস্ট গার্ডের বিমানের আরোহী।
হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাংবাদিকদের তিনি পাঁচজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ডের ওই বিমানের ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, কোস্ট গার্ডের ওই বিমানে করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঠিক কী কারণে দুই বিমানের সংঘর্ষ হলো তা এখন পর্যন্ত জানা যায়নি।
এ নিয়ে তদন্ত করা হবে বলে দেশটির কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.