জাপানে যৌন হয়রানি’র শিকার হচ্ছেন কমবয়সী অ্যাথলেটরা!

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্ক: জাপানে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছেন কমবয়সী অ্যাথলেটরা। কখনো কখনো যৌন হয়রানির শিকারও হচ্ছেন তারা।

হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে একটি প্রামান্য চিত্র তৈরী করেছে। টোকিও অলিম্পিকের আগে জাপানকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছে তারা। 

হিউম্যান রাইটস ওয়াচের দাবী, জাপানে কমবয়সী অ্যাথলেটদের নানাভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় এমন খবর ও প্রমাণ তাদের কাছে আছে।  শুধু তাই নয়, অনুশীলনের সময় যৌন হয়রানির শিকার হতে হচ্ছে অনেককে।

৫০টি খেলার প্রায় ৮০০ অ্যাথলেটের অভিজ্ঞতা নিয়ে প্রামান্য চিত্র বানাতে গিয়ে এমন তথ্য পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক মিকি ভোর্ডেন বলেন, আমরা একটা প্রামান্যচিত্র তৈরী করেছি জাপানের অ্যাথলেটদের নিয়ে।

সেখানে অ্যাথলেটদের মারা, থাপ্পর দেয়া, লাথি দেয়া, কোন কিছু দিয়ে পেটানো, খাবারের স্বল্পতা, পানির স্বল্পতা, ইনজুরি থাকা স্বত্বেও জোর করে অনুশীলন করানো, না হলে শাস্তি দেয়া, চুল কেটে দেয়া কিংবা সিনিয়রদের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়া এমন অনেক তথ্যই আমরা পেয়েছি। যা সত্যিই হতাশার।

২০১৩ সালে, জাপানের অলিম্পিক কমিটি আশ্বাস দিয়েছিল, খুব শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে প্রয়োজনীয় কোনো পদক্ষেপই তখন গ্রহণ করেনি তারা। তাই এ ব্যাপারে এবার স্পষ্টভাবে ব্যবস্থা নিতে হুঁশিয়ারী জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির পরিচালক মিকি ভোর্ডেন আরও বলেন, মহামারির কারণে টোকিও অলিম্পিক পিছিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জাপানকে জানিয়েছে তাদের অবস্থান। অলিম্পিক আয়োজন করতে হলে জাপানকে অবশ্যই অ্যাথলেটদের লাঞ্ছনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.