BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানে দুই ট্রাকের সংঘর্ষের পর একই স্থানে দুর্ঘটনার কবলে ৫০টি যানবাহন

জাপানে দুই ট্রাকের সংঘর্ষের পর একই স্থানে দুর্ঘটনার কবলে ৫০টি যানবাহন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলের একটি মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে একই স্থানে কমপক্ষে ৫০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গুনমা প্রিফেকচারের মিনাকামির কান-এতসু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এই ঘটনার সূত্রপাত। এর ফলে একটি ‘চেইন রিঅ্যাকশন’ শুরু হয় এবং কমপক্ষে ১০টি গাড়িতে আগুন ধরে যায়।

এতে টোকিওর ৭৭ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং একটি পুড়ে যাওয়া ট্রাকের চালকের আসনে আরও একটি মৃতদেহ পাওয়া গেছে। পাঁচজন গুরুতর আহত এবং ২১ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, বরফের কারণে ট্রাকগুলো রাস্তায় পিছলে পড়েছিল।

পুলিশ জানিয়েছে, গাড়িগুলো থেকে আগুন নেভাতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। ঘটনার পর মহাসড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।

ভিডিও ফুটেজে যানবাহনের দীর্ঘ লাইন- অনেকগুলো পুড়ে যাওয়া অবস্থায় এবং বাইরের লেনে আটকে পড়ে থাকতে দেখা যায়। সেগুলো টেনে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

দুর্ঘটনার কবলে পড়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে-কে জানিয়েছেন, তিনি দুর্ঘটনাস্থলের দূর প্রান্ত থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। দুর্ঘটনার সময় আগুন দেখা গেছে। এরপর আগুন অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।

তিনি বলেন, দুর্ঘটনার পর তাকেসহ প্রায় ৫০ জনকে রাস্তার কাছেই একটি টোল গেটে সরিয়ে নেওয়া হয়। তারা সেখানে করিডোরে রাত কাটান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়িত্ব নেওয়ার অঙ্গীকার : তথ্য উপদেষ্টা ঘি খাঁটি না ভেজাল বুঝবেন যেভাবে শৈলকুপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ আদমদীঘিতে চোরাই সিএনজি উদ্ধার সহ তিনজন গ্রেপ্তার সান্তাহারে এক অজ্ঞাত ব্যক্তির আলোকিত কর্ম, পাথর ঠেলেই জীবন পার রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার দেশের রাজনীতিকে বিরাজনীতি করার লক্ষে তারেক রহমানকে দেশে আসতে দেয়া হয়েছিলো না : মিলন চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ অপুষ্টিজনিত নানা সমস্যার কারণে অনেক শিশু স্বাভাবিক বিকাশ থেকে পিছিয়ে পড়ে, বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ  কুড়িগ্রামে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ