জাপানের ওসাকা শহরে জি-২০ সম্মেলনের আগে পুলিশের বুকে ছুরি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কজাপানের ওসাকা শহরের কাছে পুলিশ কর্মকর্তার বুকে ছুরিকাঘাত করে তার বন্দুক ছিনিয়ে নেয়া সন্দেহভাজন এক ব্যক্তিকে আজ সোমবার গ্রেফতার করেছে পুলিশ। জি২০ সম্মেলনের উদ্দেশ্যে এ নগরীতে বিশ্ব নেতাদের আসার মাত্র কয়েক দিন আগে সেখানে এ হামলার ঘটনা ঘটলো। খবর এএফপি’র

ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা ২২ বছর বয়সী বর্তমানে কোমায় রয়েছেন। পরে তার বন্দুক উদ্ধার করা হয়। তবে বন্দুকটির একটি গুলি খোয়া গেছে।

জি২০ সম্মেলনের প্রাক্কালে এমন হামলার কারণে ঘটনাটি অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেনানা, জাপানে এ ধরনের অপরাধের ঘটনা বিরল। এদিকে আগামী ২৮ ও ২৯ জুন দেশটির পশ্চিমাঞ্চলীয় ওসাকা নগরীতে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওসাকা পুলিশ প্রধান তাকাহিসা ইশিদা স্থানীয় গনমাধ্যমকে বলেন, ‘জি২০ সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ের ওপর এ হামলার ঘটনা কি ধরনের প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে আমরা এখনো ভেবে দেখিনি।

এ সম্মেলনে বিশ্বে যেসব নেতা অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন।

সম্মেলন চলাকালে ওসাকার নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে আজ সোমবার সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদ সুগা সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকৌকা নগরীতে জি২০’র সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠক অনুষ্ঠিত হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.