নিজস্ব প্রতিবেদক: জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইয়োমিকাতা এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বহরমপুর মোড়ে প্রতিষ্ঠানের অফিসে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বহরমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল হালিম ও অচিনতলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান কাসেমী।
ভাচুয়ালি উপস্থিত ছিলেন, তোশিবা রিসার্চ সেন্টার, তোশিবা করপোরেশন জাপান এর রিসার্চ ইঞ্জিনিয়ার ও ইয়োমিকাতার ফাউন্ডার মো: বেলায়েত আলী, টেকনিক্যাল প্রোজেক্ট ম্যানেজার ও ইয়োমিকাতার কো-ফাউন্ডার মাহামুদুল হাসান, ম্যাক্স গ্রুপ রাজশাহীর ম্যানেজার (এডমিন) মো: মঞ্জুর হোসেন বুলেট, ইয়োমিকাতার বাঞ্চ ডাইরেকটর মো: আহসান হাবিব, ইয়োমিকাতার প্রশিক্ষক মো: আরমান হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানি ভাষা শিক্ষা কোর্সটিই হতে পারে জাপানে উচ্চ শিক্ষা, উন্নত ক্যারিয়ার এবং স্থায়ী বসবাসের সহজ উপায়। আর তাই ইয়োমিকাতা শুধু একটি শিক্ষা কেন্দ্র নয় এটি জাপানের পথে বিশ্বস্ত সঙ্গী। ভাষা শিক্ষার পাশাপাশি ইয়োমিকাতাতে সকল প্রকার সুডেন্ট ভিসা প্রসেসিং, ভর্তি ও বৃত্তি সংক্রান্ত পরামর্শ, যেকোন বিষয়ে স্নাতক সম্পন্ন শিক্ষার্থীদের চাকরি ও ভিসা প্রসেসিং, জাপানের ব্যবসা স্থাপনের পরামর্শ, স্থায়ী বসবাসের ক্ষেত্রে সহযোগীতা করা হবে। এখানে আছে সারা দেশব্যাপী অনলাইন ক্লাসের সুবিধা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল ফাত্তা সামাদ, রাজশাহী। #

















