জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, “এ পর্যন্ত নয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ দেওয়া হবে। সব মিলিয়ে জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে।”
আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী জানুয়ারি মাসের মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। দেশে মোট ১৩ কোটি মানুষকে টিকা দিতে হবে। এরমধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে আছেন। বাকি ১২ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।এতে মানুষের জীবনে গতি এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দেশে ও বিদেশে যাওয়া-আসা শুরু হয়েছে।এখন আর মানুষ মানুষকে ভয় পায় না। তবে করোনা এখনও শেষ হয়ে যায়নি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই ফুটবল লীগে অংশ নিচ্ছে আটটি দল। উদ্বোধনী খেলায় দাশড়া পল্লীমঙ্গল সমিতি ৩-০ গোলে হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে পরাজিত করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.