জাতীয় সরকারের দাবি মামাবাড়ির আবদার: ওবায়দুল কাদের

 

ঢাকা প্রতিনিধি: নির্বাচনকালীন জাতীয় সরকার করার যে দাবি বিএনপি জানিয়ে আসছে, তাকে ‘মামাবাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে এটা ২০০১ কিংবা ২০১৪ তাহলে তারা ভুল করছে।’

এছাড়া বাংলাদেশের রাজনীতি থেকে হত্যা, সন্ত্রাসের সংস্কৃতি দূর হবে, শেখ রাসেলের জন্মদিনে এ শপথ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ রাসেলের ৫৪তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

 

 

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

একই সঙ্গে তিনি দলের সব শাখা সংগঠনসমূহকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.