জাতীয় সমাজ সেবা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজ সেবা পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও আরএসডিএফসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনসহ অন্যরা।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আরএসডিফ’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম খাঁন, চিকিৎসা সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম, দলিত জনগোষ্ঠির সদস্য দীপা রানী দাস, হিজরা জনগোষ্ঠির গুরু ববিতাসহ অন্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.