জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি

ঢাকা প্রতিনিধিজাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকছেন। আর জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হবেন বিরোধী দলীয় নেতা।

আজে শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে এরশাদ বলেছেন, সকলের অবগতির জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। সংসদের মাননীয় স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এরশাদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.