জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত 

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলা ধলিয়া ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  ধলিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর বালুয়া চৌমুহনী আল-হেরা দাখিল মাদ্রাসা কোরানখানি, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সর্বশেষে বিকাল ৩ ঘটিকায় বঙ্গবন্ধুর জীবন এবং কর্মের উপর  ধলিয়া আওয়ামীলীগের কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ডা. শাহজাহান সিরাজ সুমনের সভাপতিত্বে উপস্থিত ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জোবায়ের শাহ রিমন, সহ-সভাপতি আলা উদ্দিন, সাংগঠনিক ছানা উল্যাহ নুরী, ইউপি সদস্য বৃন্দ, ওয়ার্ড় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন – বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু খুনিদের বিচার হওয়ায় এদেশ কলংক মুক্ত হয়েছে বলে দাবী করেন। আসুন আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তাঁর ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী -সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.