জাতীয় শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিযোগীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জেলা সরকারী গণগ্রন্থাগারের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকালে মোট ৪৬ জনকে বই ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র দপ্তরের লাইব্রেরিয়ান ও অফিস প্রধান মোঃ মাসুদ রানা।

জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন নামোশংকরবাটী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম ফারুক মিথুন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক ড. ইমদাদুল হক মামুন, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহ্মদ।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন পুরস্কার বিজয়ীদের মধ্য থেকে। করোনা সতর্কতায় অনুষ্ঠানের আয়োজন সীমিত পরিসরে করা হয়। স্বাস্থ্যবিধি মেনে বিজয়ী সকল প্রতিযোগী ও তাঁদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত হন এবং সভা শেষ হয়।

বক্তারার করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মুজিব বর্ষের অঙ্গীকার ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.