জাতীয় শিক্ষা সপ্তাহে ১৭ টি ইভেন্টে প্রথম স্থান সৈকত সরকারি কলেজ

নোয়াখালী প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের ১৭ টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে সৈকত সরকারি কলেজ৷
গতকাল বুধবার (১৮ মে) সকালে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসার মো. মাইন উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মিজানুর রহমান সহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগণ, অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা সহ অন্যান্যরা।
এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সৈকত সরকারি কলেজ, চরজব্বর ডিগ্রি কলেজ, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ, হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ সহ মোট চারটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিটি গ্রুপে ১৫ টা করে (গ ও ঘ) গ্রুপের ৩০ টি ইভেন্টর মধ্যে সৈকত সরকারি কলেজ  ১৭টি ইভেন্টে ১ম স্থান অর্জনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুল করিম৷
ইভেন্ট গুলো হলো- ইংরেজি বক্তব্য, দেশাত্মবোধক গান, রবিন্দ্র সংগীত, নজরুল সংগীত,  লোক সংগীত, কেরাত, হামনাত, বাংলা রচনা, কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগীতা, নৃত্য, নির্ধারিত বক্তব্য সহ আরো অন্যান্য ইভেন্ট মিলে মোট ১৭ টি বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. ইসমাইল হোসেন এর নেতৃত্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আইনুল ইসলাম রিফাত, ফারহানা ইয়াছমিন, তানিয়া আক্তার বিজলি, শামীমা খানম, তনয়া দাস তিন্নি, জয়দেব সাহা, সাবিহা সুলতানা পুষ্পা, মারজানা বেগম, তামান্না নাজমিন মিমি, মেহরুবা আলম নাবিলা, মো. ইউছুপ, মাহারুপ আলম, শরীফ হোসাইন, লাইলা বেগম।
শিক্ষার্থীরা বলেন, কলেজের সম্মানিত শিক্ষকদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় আজ আমাদের এ অর্জন। আগামী দিনে স্যারদের উৎসাহ পেলে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান জানান, অংশগ্রহণকারী সকলকে কলেজের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। একাডেমী পড়ালেখার পাশাপাশি এ সকল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অত্র কলেজকে আরো সম্মানিত করেছে। আমরা প্রতিষ্ঠান সহ প্রশিক্ষণার্থী সকলের সফলতা কামনা করছি। এবং আজকের এ অর্জনে সাফল্য উচ্ছ্বাস প্রকাশ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সহ অন্যান্যরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুল করিম বলেন, অংশগ্রহণকারী সকলের উপস্থিতিতে জাতীয় শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল প্রাথমিকভাবে জানানো হয়েছে৷ চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার (১৯ মে) প্রকাশ করা হবে৷
এছাড়াও তিনি আরো বলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে এ প্রোগ্রাম সম্পন্ন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.