জাতীয় লিগের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো

বিটিসি স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (২৮ অক্টোবর) জাতীয় লিগের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়।

এই বর্ধিত ম্যাচ ফি অনুযায়ী: প্রথম স্তরে খেলা ক্রিকেটাররা পূর্ব নির্ধারিত ৩৫ হাজার টাকার পরিবর্তে পাবেন ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় স্তরে খেলা ক্রিকেটাররা ২৫ হাজারের পরিবর্তে পাবেন ৫০ হাজার টাকা।

এর আগে, গত ২১ অক্টোবর বেতন বাড়ানোসহ প্রথমে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে বোর্ডকে জানান তারা। এর পরদিন বিসিবিতে সংবাদ সম্মেলন করেন সভাপতি নাজমুল হাসান পাপন। বলেন, ক্রিকেটারদের জন্য বিসিবির দরজা সবসময় খোলা।

পর দিন ২৩ অক্টোবর রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্রিকেটাররা আরও দুই দফা দাবি যোগ করে মোট ১৩ দফা দাবি উত্থাপন করেন। একইদিন রাতে বিসিবির সঙ্গেও আলোচনায় বসেন ক্রিকেটাররা। আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করেন ক্রিকেটাররা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.