জাতীয় পার্টির প্রার্থীদের মনোনায়ন ঘোষণা বিকেলে

ঢাকা প্রতিনিধি: তিনটি নয় দুটি আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ– নিশ্চিত করেছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। রুহুল আমিন হাওলাদার নির্দিষ্ট সংখ্যা না জানালেও বিভিন্ন সূত্র বলছে, আসন সংখ্যা কমপক্ষে ৪০টি হতে পারে।

আজ সোমবার বিকেলে বনানীতে দলীয় কার্যালয় থেকে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনায়নপত্র দেয়া হবেও বলে জানান রুহুল আমিন হাওলাদার।

আওয়ামী লীগ গতকাল রোববার সকালেই তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু করে। তবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি রোববার দিনভর দলের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা করলেও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানাননি গণমাধ্যমকে।

গুলশানে রাত ১১টায়ও দলের মহাসচিবের বাসায় দেখা গেছে নেতা-কর্মী-মনোনয়ন প্রত্যাশীর ভিড়।

এদিকে মহাজোট থেকে জাতীয় পার্টির জন্য ৪০টি আসন বরাদ্দের কানাঘুষা থাকলেও সরাসরি কথা বলেননি কেউ।

আসন ভাগাভাগি নিয়ে মহাজোটে কোন সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও আশা করেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.