জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল চলছে

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু হয়েছে।  আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় এই সম্মেলন।

দলের চেয়ারম্যান জি এম কাদের কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করে।

এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। এদিকে রওশন এরশাদকে দেখা না গেলেও আনিসুল ইসলাম মাহমুদকে মঞ্চে দেখা গেছে।

কাউন্সিলে প্রতিবেদন উপস্থাপনের সময় জাপা মহাসচিব রাঙ্গাঁ বলেন, আমার দলের নেতাকর্মীদের নামে মামলা দেয়া হয়েছে।

তাদের নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারকে বলতে চাই, আপনারা এ সব করবেন না। আমাদের আঘাত দিবেন না, আঘাত দিলে এর প্রতিঘাত পাবেন।

তিনি আরও বলেন, ৫৪টি জেলায় আমরা এরই মধ্যে কমিটি করেছি। আগামী একমাসের মধ্যে বাকি জেলাতেও কমিটি করা হবে।

সর্বশেষ ২০১৬ সালের ১৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল হয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিল করার বিধান থাকলেও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কারণে ২৮ ডিসেম্বর নবম কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.