জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

   (করোনার ভাইরাসের সংক্রমন সতর্কতা ॥ ছিলোনা আনুষ্ঠানিকতা)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: করোনার ভাইরাসের সংক্রমন সতর্কতা হিসেবে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অস্থায়ী মুজিব মঞ্চে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। এসময় জাতীয় পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অব. অধ্যাপক সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, স্বাচিপের সভাপতি ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম রাব্বানী, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, ওসি জিয়াউর রহমান পিপিএম, সহ প্রশাসেনর বিভিন্ন স্তরের কর্মকতা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ও জনসচেতনতায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক জানান, ‘মহান মুক্তিযুদ্ধে আমরা পাক হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছি।

এবার আমাদের যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।’ এদিকে, দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ আব্দুল ওদুদ। এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধরান সম্পাদক এ্যাড. মিজানুর রহমানসহ সল্প পরিসরে দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.