জাতীয় গ্রিডের ট্রান্সফরমার বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি: আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদীর জয়নগরে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিঃ এর জাতীয় গ্রিডের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গ্রিড উপকেন্দ্রের ৫০/৭৫ এমভিএ ট্রান্সফরমারে আকস্মিকভাবে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, যে দুটি ট্রান্সফরমারের মাধ্যমে ঈশ্বরদী ও লালপুরে বিদ্যুত্ সরবরাহ করা হতো তারই একটিতে বিস্ফোরণ ঘটেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় হতাহত বা অন্য কোনো ক্ষতি হয়নি। অন্য আরেকটি ট্রান্সফরমার সচল করে বিদ্যুত্ সরবরাহের জন্য কাজ শুরু করা হয়েছে। বিকল্প ট্রান্সফরমার সচল করা সম্ভব না হলে ঈশ্বরদী ও লালপুরে বিদ্যুত্ সরবরাহ অনির্দ্দিষ্ট সময় বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় ঈশ্বরদী ইপিজেড, পাবনা সুগার মিল, আরহাজ্ব টেক্সটাইল মিল, প্রাণ কোম্পানি, সিমেন্ট ফ্যাক্টরি, একাধিক ফ্লাওয়ার মিল, ফিড মিলসহ প্রায় আট শতাধিক অটো ও হাসকিং চাউল কলের উৎপাদন বন্ধ রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.