জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:  নবাগত জেলা প্রশাসক মো.নজরুল ইসলাম সরকার  দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেছেন।

আজ  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নবাগত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম খন্দকার  স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সম্মুখে নজরুল ফলকে পুস্প অর্পণ করেন।

আটচালা ঘর ঘুরে ঘুরে দেখেন এবং অগ্রগতি সম্পর্কে খোজঁখবর নেন।

এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. ফরহাদ আহমদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহইয়া খান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান, এনডিসি শিব্বির আহমেদ,দামুড়হুদা সহকারি কর্মকর্তা (ভুমি) মিকি মারমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম, জেলা প্রশাসকের নাজির মো. হামিদুল হক, কার্পাসডাঙ্গা  নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক উপাধাক্ষ্য আব্দুল গফুর, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু বিশ্বাস, নিশাত শারমিন সোনিয়া, ও আকলিমা খাতুন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.