জাতীয় ঐক্যফ্রন্টের কালো ব্যাজ পরে মানববন্ধন

ঢাকা প্রতিনিধিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এর প্রতিবাদে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ পরে মানববন্ধন করেন জাতীয় ঐক্যফ্রন্ট।

নিরপেক্ষ সরকারের অধীনে শিগগিরই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ-নেতারা বলেছেন, ভোটাধিকার ছিনিয়ে নিয়ে মানুষকে ধোঁকা দেয়া যাবে না।

কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে কর্মসূচিতে দেখা যায়নি। কর্মসূচি চলাকালে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যসহ অন্য দলের নেতারা বক্তব্য রাখেন।

তারা বলেন, নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। এর প্রতিবাদে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ঐক্যফ্রন্টের নেতারা।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বেগম খালেদা জিয়া ও লাখ লাখ নেতাকর্মীকে কারাগার থেকে মুক্ত করতে হবে। তাদের মামলা প্রত্যাহার করতে হবে, এর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। ঘরে বসে থাকলে হবে না প্রতিরোধ গড়ে তুলতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.