জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, বিসিক শিল্পনগরীর সহকারী পরিচালক দিলরুবা দিপ্তী, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার আগরওয়ালা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এসব লক্ষ্যমাত্রা অর্জন করতে সব সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.