জাতীয় অনুষ্ঠানে ড্রেসকোড লঙ্ঘনের অপরাধে, কাটাখালী থানার ওসি ক্লোজড

বিশেষ প্রতিনিধি: সরকারি ও জাতীয় অনুষ্ঠানে ড্রেসকোড লঙ্ঘন করার অপরাধে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানার ওসি জিল্লর রহমানকে ক্লোজড করা হয়েছে।
গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, সরকারি বা জাতীয় অনুষ্ঠানে পুলিশের ড্রেসকোড রয়েছে। ডিউটিরত অবস্থাতেও পুলিশের পোশাকের বিষয়ে নির্দেশনা আছে। কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান সরকারি ও জাতীয় অনুষ্ঠানে ড্রেসকোড লঙ্ঘন করার অপরাধে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সূত্রমতে, গত বুধবার পবা উপজেলা পরিষদ আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ওসি জিল্লুর রহমান বাহিনীর পোশাকের ওপর টাই পরেছিলেন এবং মাথায় ভিন্ন ধরনের ক্যাপ পরেছিলেন।
অনুষ্ঠান শেষে ওসি জিল্লুর রহমানের এ ছবি তার ফেসবুক পেজে আপলোড করেন। বিষয়টি পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়ার নজরে পড়ে। ড্রেস লঙ্ঘনের বিষয়টি বুধবার রাতেই জানানো হয় আরএমপি কমিশনারকে।
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক রাতেই ওসি জিল্লুর রহমানকে কাটাখালী থানার ওসির পদ থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.