জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে – জাগপা

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাসেদ প্রধান বলেছেন-জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংঠনিক জেলাগুলোতে প্রচারণা কার্যক্রম উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা জাগপা দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলার সাংবাদিকদের নিয়ে ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,বিগত ৩ টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। আর তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিতে হবে।
জাগপার এই নেতা বলেন, আমরা বিশ্বাস করি আমাদের সমাজে ৪টি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক। মানব দেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন, সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য তেমনি ভালো সাংবাদিক প্রয়োজন, আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইনশৃঙ্খলা বাহিনী আর বিচারক।
রাশেদ প্রধান বলেন, সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ আশা করে। আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশে সাংবাদিক সমাজ সেই ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ প্রধান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আগে ঐক্য না হলে জাগপা পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনসহ ২০টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। পঞ্চগড়-১ আসনে তিনি নিজে এবং পঞ্চগড় ২ আসনে জাগপার সভাপতি তাসমিয়া প্রধান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসময় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, শামসুজ্জামান নয়ন, কামাল হোসেন, কামরুজ্জামান কুয়েত,জাগপা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.