জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটে দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাগেরহাটে দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে বিশে^র বৃহত্তর ক্ষুদ্রঋনদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা”র আঞ্চলিক কার্যালয়ে স্বাস্থ্য কর্মসূচীর আওতায় এ সেবা প্রদান করা হয়। দিনব্যাপি এ স্বাস্থ্য সেবায় গোটাপাড়া ইউনিয়নের প্রায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
এর আগে আশার জেলা ব্যবস্থাপক মোঃ ওলিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রিনী ব্যাংকের দেপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া,আঞ্চলিক ব্যবস্থাপক শংকর লাল পাল, ইউপি সদস্য ইমাম হাসান জেলাল, আলী আকবর হালদার, শাখা ব্যবস্থাপক স্বপন সাহা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশার হেলথ ইনচার্জ ফাতেমা জান্নাত। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.