জাতীয় শোক দিবস উপলক্ষে চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দোয়া মাহফিল ও গণভোজ

বাগেরহাট প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের চিতলমারি উপজেলা মুক্তিযোব্দা সংসদ সন্তান কমান্ডের সোমবার বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোব্দা কমপ্লেক্স সেমিনার হলে এক দোয়া, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান।
প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল মামুন মাঝির সভাপতিত্বে ও সঞ্চালনায় কমলেশ বিশ্বাস সহ সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাগেরহাট জেলা শাখার।
এ সময় সম্মানিত অতিথি ছিলেন এইচ এম কামরুজ্জামান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চিতলমারী থানা ,মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার শেখ মুজিবুর রহমান, ডেপুটি কমান্ডার আবু তালেব শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নেতা কমলেশ বিশ্বাস, রোকনুরজ্জামান, সারাফাদ হোসেন সরু, মেহিদী ইসলাম রনি,, উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রুবেল শেখ, অনুপম সাহা,সুদীপ্ত রায়, গোলাম রাব্বানী লেলিন, সদস্য সচিব আলম শেখ, সহ সদস্য সচিব সাইফুল ইসলাম কচি ওলিয়ার রহমান খান প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ সহ সন্তান কমাণ্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, শেসে দোয়া ও মিলাত মাহফিলে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় করেন এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে আলোচনায় বক্তারা বলেন শোকাবহ আগস্টের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতিকে দুই দশকের অধিক সময় ধরে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাধীনতার জন্য প্রস্তুত করে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা বক্তরা আরো বলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন।
পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয, শোককে শক্তিতে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.