জাতীয় শোক দিবসে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে মঙ্গলবার (১৫ আসস্ট) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অস্থায়ী কার্যালয় এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা ,যুগ্ম সম্পাদক রোকনুর জাম্মান ,সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজ্জাদ হোসেন লিমন ,সাংগঠনিক সম্পাদক সারাফাত হোসেন (শোরু খন্দোকার) মুক্তিযুব্দের সৃতি সংরক্ষন সম্পাদক মাহবুবুর রহমান বাদল,দপ্তর সম্পাদক মুরাদ, সমবায় ও প্রকল্পসম্পাদক মেহীদি ইসলাম রনি মোল্লা, শিক্ষা পাঠাগার মিনায়তন সম্পাদক ফরিদা পরাভীন .জেলা সদস্য মোঃ মিফতাহ্ উদ্দিন খান মোঃ মশিউর রহমান, সৈয়দা তৈফুন নাহার সাধারণ সম্পাদক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি, বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতিকে দুই দশকের অধিক সময় ধরে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাধীনতার জন্য প্রস্তুত করে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা বক্তরা আরো বলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন।
পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.