নোয়াখালী জেলা প্রতিনিধি:‘প্রযুক্ত নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় নোয়াখালীতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে এই দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে জেলা শিল্পকলা একাডেমীতে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মো. ইসতিহাক আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, সহকারী পুলিশ সুপার চাটখিল সার্কেল মনিষ দাসসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এবং সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ডেইরী ফার্ম প্রকল্পে জেলার শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে নির্বাচিত হলেন সুবর্ণচর উপজেলার ‘মেঘনা যুব সামাজিক সংগঠন’র সভাপতি মো. শাহাদাত হোসাইন রাজু। তার এমন সফল কার্যক্রম দেখে জেলার অনেক বেকার যুব সদস্যরাও আগ্রহী হয়ে উঠেছেন।
অনুষ্ঠান শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক এই সফল উদ্যোক্তাকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন। এবং এমন কাজে আরো গতিশীল হওয়ার জন্য তাকে উৎসাহ প্রদান করেন জেলার এই যুব কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.