BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা (ন্যাশনাল পলিসি কম্পিটিশন) ২০২৫-এর ১০টি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন।

তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। দেশব্যাপী ১০টি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী নির্বাচিত হয়।

বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীরা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, শান্তি, কৃষি, প্রযুক্তি, রাজনীতি, সংবিধান, পররাষ্ট্রনীতি ও অর্থনীতি এই দশটি জাতীয় অগ্রাধিকার খাতে বাস্তবসম্মত ও উদ্ভাবনী নীতি প্রস্তাবনা উপস্থাপন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের বাসার সামনে প্রস্তুত বিশেষ বুলেট প্রুফ গাড়ি মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-১০ তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত-৩