নিজস্ব প্রতিবেদক: জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক বালিকা প্রতিযোগিতার ফাইনাল খেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়। বৃহস্প্রতিবার (৩০ জানুয়ারী) ফাইনাল খেলায় বালিকা বিভাগে মোহনপুর উপজেলা ৪-৩ গোলে তানোর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ী দলের পক্ষে সুরাইয়া,শিউলি, সুমিতা ও রুমা ১টি করে গোল করে।
বিজিত দলের পক্ষে সাবনাজ, অলিভিয়া সরেন ও ববিতা হেমব্রম ১টি করে গোল করে। বালক বিভাগে গোদাগাড়ী উপজেলা ট্রাইব্রেকারে ৫-৩ গোলে মোহনপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা তানোরের সাথী, শ্রেষ্ঠ খেলোয়াড় সুনিতা ও ফাইনাল খেলায় শ্রেষ্ট খেলোয়াড় মোহনপুরের ফরিদা পারভীন, বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা গোদাগাড়ীর শুভ, টুর্নামেন্টের শ্রেষ্ট খেলোয়াড় মোহনপুরের সেতু ও ফাইনাল খেলার শ্রেষ্ট খেলোয়াড় গোদাগাড় শুভ নির্বাচিত হন।
ইতিপুর্বে মহনগর পর্যায়ে বালক বিভাগে রাজপাড়া ও বালিকা বিভাগে শাহমুকদুম চ্যাম্পিয়ন হয়েছে। সবোর্চ্চ গোলদাতা ও ফাইনালের শ্রেষ্ট খেলোয়াড় শাহমুকদুম থানার বিজলী এবং টুর্নামেন্ট শ্রেষ্ট খেলোয়াড় রাধিকা নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম, সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়া, মিথিলা দাস,জুয়েল আহমেদ,আশিক জামান, সাজিদ তানভী স্বপন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ অন্যান্য ম্যাজিষ্ট্রেটগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.