জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন

 

বিটিসি নিউজ ডেস্কআগামী ১ জুলাই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম একসঙ্গে বাংলাদেশে আসছেন। তাদের প্রস্তাবিত সফর নিয়ে কাজ করছে বাংলাদেশের কর্মকর্তারা ও বিশ্বসংস্থা গুলো। দুই দিনের সফরে তারা মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখবেন।

ঢাকার ইউএনডিপি কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখার আগ্রহ প্রকট। বিশ্বব্যাংক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সফরের একটি প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের সরকারি সূত্রের খবর, আগামী ১ জুলাই ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

সেদিনই তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তাদের সাক্ষাৎ ও বৈঠকের আলোচনা চলছে। এই সফরে জাতিসংঘের আগ্রহ ও আহ্বানে রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে দুইশ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.