জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, যা বললেন জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে রাশিয়া। নিয়মানুযায়ী পুরো এপ্রিল মাস এ দায়িত্ব পালন করবে দেশটি। এদিকে রাশিয়া সভাপতির দায়িত্ব পাওয়ায় ক্ষুব্ধ ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টিকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এটিকে এপ্রিল ফুলের সবচেয়ে সেরা তামাশা বলে মন্তব্য করেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। সর্বশেষ রাশিয়া এই দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে, যখন তারা ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল।
নিরাপত্তা পরিষদের সভাপতির ভূমিকা মূলত পদ্ধতিগত দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ।
তবে জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া রুশ বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি নিরাপত্তা পরিষদে কয়েকটি বিতর্ক পরিচালনা করবেন, এর মধ্যে একটি অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কিত।
তিনি বলেন, বর্তমান একক-মেরুভিত্তিক বিশ্বব্যবস্থাকে প্রতিস্থাপন করবে যে নতুন বিশ্বব্যবস্থা, সেটি নিয়েও তিনি আলোচনা করবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.