জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জাতিসংঘের গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় তিনি এতে সই করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত ওই সনদে বলা হয়, ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউইয়র্কে গৃহীত হয়েছিল বলপ্রয়োগকৃত নিখোঁজ থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন। তাই আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কনভেনশনটি বিবেচনা করে, এতে সম্মত হয়েছে এবং এর মধ্যে থাকা শর্তাবলী পালন ও পালন করার জন্য বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকারবদ্ধ।
সাক্ষ্য হিসেবে, আমি ২৯ আগস্ট, ২০২৪-এ বাংলাদেশে যোগদানের এই সনদে স্বাক্ষর করেছি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাদের বৈঠক সকাল ১১টা থেকে শুরু হয়। এ বৈঠক শেষ হবে দুপুর আড়াইটায়। এরপর যমুনার সামনেই সাংবাদিকদের ব্রিফ করবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.