জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অপরিকল্পিত পুুকুর খননের কারণে উপলশহর উচ্চ বিদ্যালয়ের মাঠ সহ কয়েকটি এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী খাস জমি দখল করে পুকুর খননের ফলে সৃষ্টি হয়েছে এ জলাবদ্ধতা। উপশহর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিলে প্রায় এক হাজার বিঘা ফসলি জমিতেও সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার সাথে যুক্ত হয়েছে বর্ষার পানি যার ফলে জমিতে বছরে তিন ফসলের স্থানে এখন ডুবে আছে পানির নিচে। জলাবদ্ধতা এবং বর্ষার পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের পাঁচ গ্রামের কয়েক হাজার কৃষক।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, উপলশহর গ্রামের মকবুল হোসেন ও ওয়াজ উদ্দিন দুই ভাই তাদের পুকুরের পাড় বাঁধার ফলে কয়েকটি বিলের পানি নিষ্কাশনের পথ স¤পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ এবং জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি আরো জানান, ফসলি প্রায় এক হাজার বিঘা জমিতে এখন স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সাথে যুক্ত হয়েছে বন্যার পানি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, অপরিকল্পিত পুকুর খনন ও পুকুর পাড়ের বাঁধের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যালয় মাঠে ও পাশেই ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তাদের চরম ভোগান্তিতে ফেলেছে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বন্যার পানি নেমে গেলে প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হবে, তিনি আরো বলেন অপরিকল্পিত পুকুর খনন ও পুকুর পাড়ের বাঁধের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, আমি এবং গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, কয়েকবার ঘটনাস্থলটি পরিদর্শন করেছি, কিছুদিনের মধ্যেই জলাবদ্ধতা থেকে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, অপরিকল্পিত পুকুর খনন ও পুকুর পাড়ের বাঁধের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যালয় মাঠে ও পাশেই ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তাদের চরম ভোগান্তিতে ফেলেছে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বন্যার পানি নেমে গেলে প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হবে, তিনি আরো বলেন অপরিকল্পিত পুকুর খনন ও পুকুর পাড়ের বাঁধের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, আমি এবং গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, কয়েকবার ঘটনাস্থলটি পরিদর্শন করেছি, কিছুদিনের মধ্যেই জলাবদ্ধতা থেকে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.