জলবায়ু পরিবর্তনের জন্য তৈরি নয় মার্কিন প্রতিরক্ষা বাহিনী : পেন্টাগন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেপুটি ডিফেন্স সেক্রেটারি ক্যাথলিন হিক্স সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তৈরি নয়।
গতকাল শনিবার (২০ নভেম্বর) এসব জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, হিক্স বলেছেন, আমাদের যেখানে থাকা উচিত আমরা সেখানে নেই। এখন আমাদের চ্যালেঞ্জের সামনে যেতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে চরম আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। আর্কটিকের মতো বিভিন্ন জায়গায় কৌশলগত প্রতিযোগিতা বেড়েছে। ইলেকট্রনিক ডিভাইসের জন্য প্রয়োজনীয় লিথিয়াম আয়নের মতো বিভিন্ন দুষ্প্রাপ্য সম্পদের জন্য প্রতিযোগিতা তীব্র হয়েছে।
হিক্স বলেন, লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর বিশ্বব্যাপী প্রায় ৭৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। এর সাপ্লাই চেইনে চীনের প্রভাব ব্যাপক। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.