জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জ্বালানী ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানী প্রসার ও প্রতিশ্রæতী জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবীতে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ সেরকারি কলেজের সামনে সনাক এর আহবায়ক ড. দীপালী রানী দাসের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ রায়হানুল ইসলাম লুনা, মজিবুর রহমান, হেলেনা আশার ও মোঃ শফিকুল ইসলাম। ধারণাপত্র পাঠ করেন, উলমে কুলসুম হ্যাপি।
বক্তারা বলেন, ২০১৫ সালে প্যারিস চুক্তি সাক্ষর হলে চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উন্নত দেশসমুহ প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন ব্যর্থ হয়েছে।
আর জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন নিঃসরণকারী কয়লা আহরণই এর জন্য দায়ী। আর বাংলাদেশ প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিশ্রুতী জলবায়ু অর্থায়নের দাবী জানান। উল্লেখ্য, ৩১ অক্টোবর যুক্তরাজ্যের গ গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.