জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক “রঞ্জু” আর নেই!

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক “রঞ্জু” দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫০) বছর।

এর তিন বছর আগে তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে অত্র বিদ্যালয়ের গর্ভনিংবডির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, ছাত্র/ছাত্রী বৃন্দ,অভিভাবক বৃন্দ এবং রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোকাহত পরিবারের সদস্য বৃন্দকে সমবেদনা জ্ঞ্যপন করেন।

মরহুমের প্রথম জানাযার নামাজ ২টা ৩০মিনিটে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা বাদ মাগরিব তার গ্রামের বাড়ী বগুলাগাড়ী মাঝাপাড়ায়  অনুষ্ঠিত হবে ও দাফন কার্য সম্পন্ন হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.