জলঢাকা উপজেলার টেংগনমারী ক্লাস্টারের প্রধান শিক্ষকগণের সঙ্গে সহকারী শিক্ষা অফিসারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ কে একটি উন্নত রাষ্ট্রে উন্নতীকরণে দৃঢ়প্রতিজ্ঞ এবং সুশাসন সংহতকরণে সচেষ্ট । এ জন্য একটি কার্যকর একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা একান্ত অপরিহার্য বলে সরকার মরন করে। এ পরিপ্রেক্ষিতে সচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য  সরকারি দপ্তর/সংস্থাসমুহে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত  গ্রহন করা হয়। এরই ধারাবাহিকতায় মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থা এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়।

নীলফামরাী জেলার জলঢাকা উপজেলার টেংগনমারী ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে উক্ত ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: আতাউল গনি ওসমানী এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন জনাব মো: ওসমান গণি,জেলা প্রাথমিক অফিসার নীলফামারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: তাজুল ইসলাস মন্ডল ও জনাব মো: রিজওয়ানুল হক,সহকার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.