জলঢাকায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: তথ্য প্রযুক্তির সদ্বব্যাবহারঃ আসক্তি রোধ,খাদ্য নিরাপত্তাঃ বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সপ্তাহ ব্যাপি ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অনির্বাণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ,জলঢাকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ জিকরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, অনির্বাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, অনির্বাণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ প্রমুখ।
সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিষ্কার ও তৈরি করা বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শনী করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.